কিন্তু তারপরেও এই এজেন্সি গুলো ব্যবসা করতেছে। এই এসকট এজেন্সি গুলো কেন চলতেছে কারন মানুষের চাহিদা আছে।
সুতরাং আপনি আমি চাইলেও এই এসকট বা কল গার্ল এজেন্সি গুলো বন্ধ করতে পারব না। এই সকল এজেন্সি গুলোতে যে সকল এসকট কাজ করে তাদের জোর করে যেমন এই পেশায় নিয়ে আসা হয় তেমনি অবৈধ ভাবে নিয়ে আসা হয়। যা আমার হিউম্যাল ট্রাফিক নামে যেনে থাকি। এবং এশিয়া মহাদেশের মধ্যে Top Ranking Country list.
Home page
Top ৫ Human Traffic Country এশিয়া
১. পাকিস্তান
২. থাইল্যান্ড
৩. চায়না
৪. ইন্ডিয়া
৫. বাংলাদেশ ( দিন দিন বাংলাদেশে এসকট সার্ভিস এজেন্সির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে )
অবশ্য সব থেকে বেশি হিউম্যান ট্রাফিং হয় ইন্ডিয়া প্রায় ১৪ মিলিয়ন ভিকটিম।
অবশ্য অনেক এসকট গার্ল আছে যারা পরিস্থিতির শীকার হয়ে এই পেশায় এসেছে। আবার অনেকে অভাবের কারনে এই পেশায় আসে।
তবে একটা বিষয় ১০০% সত্য কোন মেয়ে শখের বসে অথবা ইচ্ছাকৃত ভাবে এই পেশায় আসে না। যে কোন ধরনের পরিস্থিতির শীকার হয়ে এই পেশায় আসে।
ঢাকায় এসকট এজেন্সি গুলো সার্ভিস দেওয়ার প্রক্রিয়া
সাধারনত এজেন্সি গুলো ওয়েবসাইট আছে যার মাধ্যমে আপনি সার্ভিস নিতে পারবেন। তবে খুব অল্প সংখ্যাক এজেন্সি আছে যারা সঠিক সার্ভিস দিয়ে থাকে।
অনেক এসকট এজেন্সি টাকা নেওয়ার পর কোন ধরনের সার্ভিস প্রদান করে না। এই সকল এজেন্সি ওনার টাকা নেওয়ার পর ক্লাইন্টদের সার্ভিস প্রদান করে না।
আমি এই সেক্টরে কাজ করতে গিয়ে কিছু ওয়েবসাইট ওনারদের জানি যার প্রকৃত সার্ভিস প্রদান করে থাকে।
প্রথমে এজেন্সি ওনার আপনাকে ছবি প্রদশন করবে। তারপর ছবি পছন্দ হলে আপনি সার্ভিস গ্রহন করবেন। এবং সার্ভিস গ্রহন করার পর টাকা প্রদান করবেন।
Golden Escort: Escort Service Agency in Dhaka
Silver Escort: BD Call Girl Service